বিয়ানীবাজার ছাত্রদলের ১০ জনকে শোকজ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ১০:৫০ অপরাহ্ণসিলেট জেলা বিএনপির নির্দেশে বিয়ানীবাজার ছাত্রদলের ১০ জনকে শোকজ করেছে সিলেট জেলা ছাত্রদল। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়েছে, শোকজ প্রাপ্তি বা প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে কাজিরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শাতে হবে। এই দশজনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছে।
শোকজ করা হয়েছে তারা হলেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম ইমন, আনোয়ার হোসেন লিটন, লিমন আহমদ, বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সজীব হোসেন, ১ম যুগ্ম সম্পাদক মুজাক্কির লোদি, যুগ্ম সম্পাদক ওলিউর রহমান ওলি, এমদাদুর রহমান সাহেদ, আবদুল্লাহ আল জীবান, দেলোয়ার হোসেন, ও মাহবুব হোসেন।
সিলেট জেলা ছাত্রদলের প্রথম যুগ্ম সম্পাদক মকসুদ আহমদের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ আগস্ট ও ৬ অক্টোবর বিয়ানীবাজারে দুটি ‘অনাকাঙ্খিত ঘটনার’ প্রেক্ষিতে সিলেট জেলা বিএনপির নির্দেশক্রমে ও সিলেট জেলা ছাত্রদলের সিদ্ধান্তে বিয়ানীবাজার উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের কার্যকরী কমিটির ৬ সদস্যসহ ১০ জনের বিরুদ্ধে আনীতি অভিযোগের ভিত্তিতে ‘কেন সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না’ সেই ব্যাপারে ৭২ ঘন্টার মধ্যে সশরীরে সিলেট জেলা ছাত্রদলের কাজীরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে জেলা ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
. . . . . . . . .