ওসমানীনগরে ট্রাক চাপায় পিতা-পুত্রসহ নিহত ৩
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ১০:৪৩ অপরাহ্ণসিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার কোনাপাড়া গ্রামের আরজু মিয়া (৫৫) ও তার পুত্র শহিদ মিয়া (১২) এবং কাইয়ুম (৯)।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেগমপুর বাজারে এ সড়ক দূর্ঘটনার ঘটনাটি ঘটে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও উপজেলা ফায়ার ষ্টেশন সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে শহিদ মিয়ার লাশ উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে আরজু মিয়া ও কাইয়ুম মারা যান।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক শিশুর লাশ উদ্ধার করেছে।
ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
. . . . . . . . .