রাজন হত্যা মামলা : সাক্ষ্য দিলেন আরো ৪ জন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ৩:৫২ অপরাহ্ণসিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মমলায় আরো ৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে ৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন।
আজ স্থানীয় মুরব্বী বাবুল মিয়া, কাচা মিয়া (১), লুৎফুর রহমান ওকাচা মিয়া (২) সাক্ষ্য প্রদান করেন।
এ নিয়ে ৪ দফায় চাঞ্চল্যকর এ মামলায় ১৪ সাক্ষী সাক্ষ্য প্রদান করলেন। এ মামলায় মোট ৩৪ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার কথা রয়েছে।
রাজনের বাবার নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শওকত চৌধুরী জানান, রোববার ফের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।
গত ৮ জুলাই সিলেটের কুমরগাঁও বাসস্ট্যান্ডের পাশে চুরির অপবাদে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। নির্যাতনকালে ঘাতকরা ভিডিওচিত্র ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়। যে ভিডিও দেখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
সৌদি পলাতক কামরুল ইসলামসহ ১৩ জনকে আসামি করে গত ১৩ সেপ্টেম্বর অভিযোগ গঠন করা হয়। এদের মধ্যে ১০ জন আটক রয়েছেন। . . . . . . . . .