জকিগঞ্জে রাতের আঁধারে মুহুরির পা কেটে বিছিন্ন করেছে দুর্বৃত্তরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫, ৩:৪৮ অপরাহ্ণজকিগঞ্জে রাতের আঁধারে নিজ ঘরে ঘুমের মধ্যে মুহরি আব্দুল মালিকের একটি পা সম্পূর্ণ কেটে দিয়েছে দুর্বৃত্তরা । তাকে প্রথমে জকিগঞ্জ ও পরে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে । জকিগঞ্জ থানার এসআই শরীফুল ইসলাম ও স্থানীয়রা জানান, বুধবার দিবাগত রাত অনুমানিক ২টার দিকে মালিকের কাচা ঘরের বেড়া পেছন দিকে ভেঙ্গে ঘরে ঢোকে তার স্ত্রীর হাত পা বেধে ফেলে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করলে মালিকের বাম পা সম্পূর্ণ পৃথক হয়ে যায়। অস্ত্র এত ধারালো ছিল পা কেটে নিচের তোষক ও পাটি পর্যন্ত কেটে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তার স্ত্রী অজ্ঞান ছিলেন। অত্যন্ত দরিদ্র মালিক ২ ছেলে ও ২ মেয়ের জনক । তার এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এস আই শরীফ জানান,খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং রোগীকে দ্রুত হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
. . . . . . . . .