শাবিতে ভিসি বিরোধী শিক্ষকদের আন্দোলন স্থগিত!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ১১:৪৫ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি আমিনুল হক ভুইয়ার অপসারন দাবিতে দীর্ঘ পাঁচমাসব্যাপী চলা আন্দোলন সাময়িক স্থগিত ঘোষণা করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদের শিক্ষকরা।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান আন্দোলনকারীদের মুখপাত্র সৈয়দ শামছুল আলম।
তিনি আরো জানান, তাদের পরিষদের সভায় আন্দোলন সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে । ক্লাস এবং পরীক্ষা তারা আগের মতই নিয়মিতভাবে চালিয়ে যাবেন। তবে তাদের প্যানেলের কোন সদস্য ভিসির সাথে ভর্তি কার্যক্রমে অংশ নিবেন না ।
এছাড়া খুব শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরবেন এ প্যানেলটি ।
উল্লেখ্য শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ভিসির পদত্যাগ দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক পরিষদ’ আন্দোলন করে আসছিলো।
. . . . . . . . .