নয়াসড়ক থেকে ছিনতাইকারী আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫, ৩:৫৪ অপরাহ্ণসিলেট নগরীর নয়াসড়ক থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাকে আটক করা হয়।
আটক ছিনতাইকারীর নাম- কৌশিক রঞ্জন দাস। সে নগরীর মাছুদিঘিরপাড় ৩৯/২ এর বাসিন্দা মহলাল দাসের ছেলে।
সিলেট কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার ফয়েজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৌশিক একজন চিহিৃত ছিনতাকারী। তাই তাকে সকালে আটক করা হয়েছে। আটককের পর আদালতে ৫ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে বলেও জানান ফয়েজ।
. . . . . . . . .