‘রাজনীতিতে’ চিত্রনায়ক অমিত হাসান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ অক্টোবর ২০১৫, ১১:১৬ অপরাহ্ণচিত্রনায়ক শাকিব খান, জায়েদ খান ও অপু বিশ্বাসের পর রাজনীতিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসান। বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি শিরোনামের সিনেমাটিতে সমপ্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অমিত হাসান বলেন, ‘কয়েকদিন আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সিনেমাটির গল্প রাজনৈতিক কর্মকান্ড নিয়ে। গল্পটি ভালো লেগেছে তাই চুক্তিবদ্ধ হলাম।’
শাকিব, অপু, অমিত হাসান, জায়েদ খান ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু। ঈদের পরদিন ২৬ সেপ্টোম্বর রাজধানীর গুলিস্তান, মতিঝিলে এ সিনেমার শুটিং শুরু হয়েছে।
রাজনীতি সিনেমার গল্পে দেখা যাবে- রাজনীতিবিদ বাবার দুই ছেলে শাকিব খান ও জায়েদ খান। বাবার অঢেল সম্পত্তি ও ক্ষমতা নিয়েই শুরু হয় দ্বন্দ্ব। আবার একই মেয়ের প্রেমে পড়ে শাকিব ও জায়েদ। ত্রিভুজ প্রেমের গল্পের মধ্যেই দেখা যাবে ক্ষমতার লড়াই, টাকার খেলা ও ভাই-ভাইয়ের সম্পর্ক।
সিনেমাটির গল্প লিখেছেন মেজবাহউদ্দিন সুমন। এতে গান থাকবে মোট ছয়টি। সংগীতায়োজন করবেন ফুয়াদ মোক্তাদির ও অদিত। তবে গানগুলোতে কে কে কণ্ঠ দিবেন তা এখনো ঠিক হয়নি।
এছাড়াও সমপ্রতি হিমেল আশরাফ পরিচালিত সুলতানা বিবিয়ানা সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন অমিত হাসান। এখন তিনি ধূমকেতু সিনেমাসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। . . . . . . . . .