বিদেশিরা যেখানেই যাবেন নিরাপত্তা পাবেন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ১০:৫৯ অপরাহ্ণসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মাসেতু, উড়াল সড়ক, মেট্রোরেলসহ মেঘা প্রকল্পে নিয়োজিত বিদেশি প্রতিনিধিদের সরকার পর্যাপ্ত নিরাপত্তা দেবে। বিশেষ করে দুটি মেগা প্রকল্পে কনসালট্যান্ট-কন্ট্রাকটর-এক্সপার্টরা আছেন, তাদের নিরাপত্তা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ তারা যদি নিরাপত্তাহীন বোধ করে তাহলে কাজ করতে পারবেন না।’
সোমবার বিকেলে নগর ভবনে মেট্রোরেল প্রকল্পে কর্মরত কনসালট্যান্ট, প্রকৌশলী, টেকিনিশিয়ান ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ আশ্বাস দেন। মেট্রোরেল প্রকল্পে বিভিন্ন দেশের ৫৫ বিদেশি কাজ করছেন বলেও জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘প্রকল্পে কর্মরত বিদেশি প্রতিনিধিদের নিরাপত্তা, তাদের বাসা, কাজের জায়গা এবং কোথাও যেতে চাইলে যথাযথ নিরাপত্তা দেয়া হবে।’
এ সময় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
. . . . . . . . .