বাংলাদেশে নিরাপদেই আছি : আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫, ৪:৫২ অপরাহ্ণঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট এই মুহূর্তে বাংলাদেশে নিরাপদ অনুভব করছেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে কূটনীতিক সাংবাদিক সংগঠন ডিক্যাব আয়োজিত এক আলোচনায় সভায় তিনি এমন মন্তব্য করেন।
বিদেশি নাগরিক হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইতালি নাগরিক হত্যার বিষয়ে আমরা রেড এলার্ট জারি করেছিলাম। কারণ রাষ্ট্রদূত হিসেবে আমার প্রথম দায়িত্ব আমাদের নাগরিক ও আমার সহকর্মীদের নিরাপত্তার বিষয় বিবেচনা করা। রেড এলার্টের অর্থ এই নয় যে, বাংলাদেশে কেউ এসো না বা বসবাস করো না। এর উদ্দেশ্য হচ্ছে সাময়িক এই হুমকি সম্পর্কে সবাইকে সজাগ রাখা।’
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। তাদের কোনো সীমানাও নেই। সন্ত্রাসবাদ হচ্ছে একটি বৈশ্বি হুমকি। তাই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে। ইতালিয়ান ও জাপানি নাগরিক হত্যায় আইএস’র সংশ্লিষ্টতার বিষয়ে বিভিন্ন সূত্র আমাদের তথ্য দিয়েছিল। সেটা বিশ্লেষণ করেই আমরা রেড এলার্ট দিয়েছিলাম।’
জিএসপি পুনরুদ্ধারের কাজ চলছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি মাসুদ করিম, সংগঠনের অন্য সদস্য ও বার্নিকাটের সঙ্গে আসা দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। . . . . . . . . .