ওঁরাও সম্প্রদায়ের শেষ রাজা জম্বু আর নেই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫, ১০:২৯ পূর্বাহ্ণসিলেটের ওঁরাও সম্প্রদায়ের শেষ রাজা জম্বু ওঁরাও আর নেই। ১১০ বছর বয়সে শনিবার সকালে শহরতলীর বালুচরে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিকালে শহরতলীর দলদলি চা বাগানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রসঙ্গত, শহতলীর বালুচর এলাকা এক সময় ওঁরাও সম্প্রদায়ের বসবাস ছিল। সেখানে ছিল তাদের শত শত একর ভুমি। কালের পরিবর্তনে আজ ওঁরাওরা অস্তিত্ব সংকটে। জায়গা জমি হারিয়ে ওঁরাও সম্প্রদায়ের লোকজন বালুচর ছেড়ে বিভিন্ন স্থানে চলে গেছেন। তাদের শেষ রাজা জম্বু’র আশ্রয়ে বর্তমানে ৩০/৩৫টি পরিবার ওই এলাকায় বসবাস করছিলেন। কিন্তু শেষ রাজা জম্বু ইহলোক ত্যাগ করায় অভিভাবকহীন হয়ে পড়লেন ওঁরাওরা।
. . . . . . . . .