কুড়ার বাজার সড়ক এখন মরণফাঁদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১১:১৩ অপরাহ্ণবৈরাগী বাজার-কুড়ার বাজার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কুড়ার বাজার ইউনিয়নের একমাত্র বৈরাগী বাজার-কুড়ার বাজার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। রাস্তার কার্পেটিং (পিচ) নষ্ট হওয়া ছাড়াও কোথাও কোথাও ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্তের। রোদ উঠলে এই খানাখন্দ ও গর্ত দিয়ে যানবাহন চালাতে হয় চালকদের। আর বৃষ্টি হলে গর্তগুলো রূপ নেয় জলাশয়ে। তখন প্রায়ই ঘটে দুর্ঘটনা। পিচ উঠে যাওয়াতে এবড়ো-থেবড়ো হয়ে গেছে। গর্তে আর খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে মানুষের দুর্ভোগ আর ভোগান্তির শেষ নেই। রাস্তায় বের হলেই দুর্ভোগ ও ভোগান্তিই এখন ইউনিয়নবাসীর নিত্যদিনের সংঙ্গী।
কুড়ার বাজার সিএনজি স্ট্যান্ডে সাধারণ সম্পাদক জয়রুল আহমদ বলেন, প্রতিদিন অমরা জীবনের যূকি নিয়ে কুড়ার বাজার রাস্তায় চলাচল করি। রাস্তাটি যান চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে। আর অল্প বৃষ্টিতে রাস্তা দিয়ে খালেরমত পানি প্রবাহিত হয় কোন জায়গায় গর্ত আছে তা বোঝা মশকিল হয়ে পড়ে। প্রতি মাসে গাড়ি মেরামত ভাবত ৩০ থেকে ৪০ হাজার টাকা অতিরিক্ত আমাদের যোগাতে হয়।
কুড়ার বাজার ইউপি চেয়ারম্যান আলকাছ আলী বলেন, কুড়ার বাজার ইউনিয়নের মানুষের বিয়ানীবাজার উপজেলার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম বৈরাগী বাজার-কুড়ার বাজার অভ্যন্তরীণ সড়ক। সড়কটির বেহাল অবস্থা বৃষ্টি হলে জলাশয়ে পরিনত হয় রাস্তাটি। প্রতিদিন রাস্তা দিয়ে হাজার হাজার মানুষের যাতায়ত। রাস্তার পাশের বাড়ি গুলোর পানি রাস্তা দিয়ে পানি প্রবাহ্যিত হওয়ার কারণে রাস্তার এই বেহাল দশা । আমরা রাস্তার পাশের বাড়ি গুলোরে বিরোদ্ধে অভিযানে নামবো। আর অনেক বাড়ীর মালিক রাস্তার জায়গা দকল করেছেন আমরা তাদের বিরোদ্ধেও ব্যবস্তা নিবো প্রয়োজনে তাদের বিরোদ্ধে মামলা করা হবে। গেল বছর রাস্তায় কার্পেটিং করা হয়েছিল কিন্তু ৫ মাসের মাথায় রাস্তাটি আবার আগের অবস্থায় ফিওে যায়। আমি বেশ কয়েকবার উপজেলা প্রকৌশলীকে রাস্তার বিষয়টি অবহিত করেছি কিন্তু তিনি বিষয়টি আমলে নিচ্ছেন না।
. . . . . . . . .