সেভিয়ার কাছে হেরে গেল বার্সা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:২৮ অপরাহ্ণলিওনেল মেসির না থাকাটা বার্সাকে কতটুকু যে পোড়াবে তার প্রমাণ পেতে শুরু করেছেন লুই এনরিকে। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল বার্সার সামনে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। সেভিয়ার মাঠে গিয়ে ২-১ গোলে পরাজয় বরণ করেই ন্যু ক্যাম্পে ফিরতে হচ্ছে কাতালানদের।
মেসির অনুপস্থিতি খুব বেশি প্রভাব ফেলবে না বলে বড় গলায় বলে আসছিলেন এনরিকে। কিন্তু সেটাই যে বড় বাস্তবতা, তা বুঝিয়ে দিল সেভিয়ার রক্ষণভাগ। নেইমার-সুয়ারেজদের উপস্থিতি সত্ত্বেও জয় তুলে আনতে পারলো না গত আসরের চ্যাম্পিয়নরা।
অবশ্য মেসির উপস্থিতিতেই সেল্টা ভিগোর কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। পরের ম্যাচে লাস পালমাসের বিপক্ষে ইনজুরিতে পড়েন মেসি। ওই ম্যাচে কোনমতে ২-১ ব্যবধানে জয় পায় কাতালানরা। এরপর চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষেও ২-১ ব্যবধানে জয় লাভ করে বার্সা।
এবার আর মেসির অনুপস্থিতি ঢেকে রাখতে পারেনি নেইমার-সুয়ারেজরা। অসংখ্য আক্রমণ করেও যেখানে তারা সেভিয়ার রক্ষণ ভাঙতে পারেননি, সেখানে মেসি থাকলে হয়তো দু’একবার সফল হতেনই। তবুও, বাস্তবতা হলো এখন পরাজিতের দলে বার্সা।
সেভিয়ার হয়ে গোল দুটি করেন ৫২ মিনিটে মাইকেল ক্রন ডেলি এবং ৫৮ মিনিটে ভিসেন্তেে ইবোরা। আর বার্সার হয়ে একমাত্র গোলটি করেন, ৭৪ মিনিটে নেইমার, পেনাল্টি থেকে। ৭ ম্যাচে আগের সেই ১৫ পয়েন্ট। অবস্থান আপাতত তিন নম্বরে।
. . . . . . . . .