নাটকীয় ম্যাচে সমতায় আসলো জিম্বাবুয়ে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ১০:২৮ অপরাহ্ণ২৭৬ রানের পুঁজি নিয়ে বেশ বড় ব্যবধানেই জয় পেতে যাচ্ছিল স্বাগতিক জিম্বাবুয়ে। ৭৬ রানেই যেখানে পাকিস্তানের ৬ উইকেট পড়ে গিয়েছিল, সেখানে চোখ বন্ধ করেই সবাই বলে দিতে পারতেন, জিতছে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত জয়টা জিম্বাবুয়েরই। তবে, জয়ের ব্যবধান মাত্র ৫রানে।
কিভাবে! এতকম ব্যবধান? চোখ কপালে তোলার মত প্রশ্নটা করে বসতে পারেন খেলা না দেখা ক্রিকেট ভক্তরা। তাহলে শুনুন, বলছি। আমের ইয়ামিন নামে নতুন এক ক্রিকেটারের কল্যাণে বেশ প্রতিরোধ গড়ে তুলেছিল পাকিস্তান। তবে কৃতিত্বটা অবশ্যই দিতে হবে অভিজ্ঞ শোয়েব মালিককে।
আমের ইয়ামিনকে সাথে নিয়ে সপ্তম উইকেট জুটিতে শোয়েব গড়ে তুলেছিলেন ১১১ রানের জুটি। তাতেই হঠাৎ ম্যাচের পাল্লা পুরোপুরি ঝুঁকে পড়ে পাকিস্তানের দিকে। ইয়ামিন ৬২ রান করে আউট হয়ে গেলে জিম্বাবুয়ে যে সম্ভাবনা পূনরায় জাগিয়ে তুলেছে তা নয়।
কারণ, ইয়াসির শাহকে নিয়ে সেই শোয়েব মালিকই জয়ে রাস্তা পরিস্কার করছিলেন। কিন্তু দু’দুবার বৃষ্টির বাধা শেষ পর্যন্ত পাকিস্তানকে জিততে দেয়নি। শেষ যখন বৃষ্টি চলে আসে, তখন জয়ের জন্য পাকিস্তানের রান প্রয়োজন ছিল ১২ বলে ২১। শোয়েব মালিক আর ইয়াসির শাহ যেভাবে ব্যাট করছিলেন, এই রান অসম্ভব মোটিও কিছু ছিল না।
কিন্তু বৃষ্টি আর আলোক স্বল্পতার কারণে ম্যাচ আর মাঠেই গড়ালো না। ফলে সেই ডার্কওয়ার্থ অ্যান্ড লুইস মেথডে (ডিএল) ৫ রানে জিতে গেলো জিম্বাবুয়ে। কপাল পুড়লো শোয়েব মালিকের। ৯৬ রানে অপরাজিত থেকে গেলেন তিনি। সবচেয়ে বড় কথা এমন ধৈর্য্যশীল এবং দায়িত্বপূর্ণ ব্যাটিং করে শেষ পর্যন্ত বৃষ্টির কারণে দলকে জয় উপহার দিতে পারলেন না তিনি।
. . . . . . . . .