বিশ্বের সবচেয়ে কুৎসিত নারী এবার বড় পর্দায়!
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫, ৪:১৬ অপরাহ্ণমাত্র ১৭ বছর বয়সে লিজ্জি ভেলাসকুইকে বিশ্বের সবচেয়ে কুৎসিত নারী হবার উপাধি প্রদান করা হয়। তাকে নিয়ে তৈরিকৃত একটি ভিডিও ইউটিউবে প্রকাশ করা হলে রাতারাতি তিনি বিখ্যাত হয়ে উঠেন। ভেলাসকুই আজ একজন মার্জিত লেখক, প্রেরনাদায়ী স্পিকার ও বিরোধী তর্জন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাকে খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে পারে।
তার বর্তমান বয়স ২৬ বছর। তার বিরল এক রোগ হবার পরেই তার শরীরের এরকম অবস্থা হয়। তার এই বিরল সিন্ড্রোমের কারণে প্রতিদিন তার ওজন কমতে থাকে। তার শরীরের ওজন ব্যাপকভাবে হ্রাস পেতে থাকে। তার সাহসী হৃদয়ের কারণে এ যাত্রায় তিনি বেঁচে যান।
ভ্যারাইটি ডট কমকে দেয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান, তাকে অনেক টিভি শো ও রিয়্যালিটি শো করার জন্য বিভিন্ন সময়ে প্রস্তাব দেয়া হয়েছে। কিন্তু তিনি প্রথমবারের মত চলচ্চিত্র নির্মাতা সারা হির্শ বর্দ ও তার প্রকাশনা ব্যানার রাইজিং এর সাথে কাজ করার জন্য সম্মত হয়েছেন।
তাকে নিয়ে তৈরিকৃত তথ্যচিত্র আগামী শুক্রবার বড় পর্দায় প্রকাশিত হবে। তার ছবির মূল কাহিনী হল নিরাপদ শিক্ষার জ
. . . . . . . . .