দাঁড়িয়ে থাকা ট্রাকে সিলেটগামী হানিফ বাসের ধাক্কা, ৩ যাত্রী নিহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫, ১১:৫১ অপরাহ্ণহবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ওই বাসের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার জানান।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি নুরুন্নবী। তিনি বলেন, “সিলেটগামী হানিফ পরিবহনের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত হন।”
. . . . . . . . .