সিলেট থেকে অপহৃত কিশোরী ময়মনসিংহ থেকে উদ্ধার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫, ১০:৩৬ পূর্বাহ্ণসিলেট থেকে অপহৃত এক কিশোরীকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। মেয়ের বাবার অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যমে পুলিশ কিশোরীটিকে উদ্ধার করে। বৃহস্পতিবার রাতে তাদেরকে সিলেট কোতোয়ালি থানায় আনা হয়েছে।
পিতার অভিযোগ থেকে জানা গেছে, গত ১৬ সেপ্টেম্বর নগরীর দাঁড়িয়াপাড়াস্থ রসময় উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সিলেট নগরীর বিলপাড় এলাকার বাসিন্দা কিশোরীকে অপহরণ করা হয়।
২৬ সেপ্টেম্বর খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে ওই কিশোরীর বাবা কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। নম্বর (৩৩(০৯)১৫)।
এর প্রেক্ষিতে পুলিশ খুঁজতে তৎপরতা শুরু করে। ৩০ সেপ্টেম্বর মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুর থানার পাগলা গ্রামের নুর ইসলামের বাড়ি থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
এসময় সিলেট কোতয়ালি পুলিশ নুর ইসলামের ছেলে বাছিত উদ্দিনকে (২২) অপহরণের ঘটনায় আটক করে।
বুধবার রাত তিনটার দিকে কোতয়ালি পুলিশ এই অভিযান চালায়। উদ্ধার হওয়া কিশোরী ও বাছিতকে বর্তমানে কোতোয়ালি থানায় রাখা হয়েছে।
. . . . . . . . .