ঈদের ছুটি শেষে শাবি খুলছে রোববার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫, ৫:০৪ পূর্বাহ্ণশাবি সংবাদদাতা ::
পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ১৪ দিনের ছুটি শেষে আগামী রোববার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাস।
ওই দিন থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার জোবায়ের আহমেদ চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঈদের ছুটি কাটিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসে ফিরতে শুরু করেছেন। ফলে আবারো মুখরিত হয়ে উঠছে শাবি ক্যাম্পাস।
উল্লেখ্য, ঈদ-উল-আযহা উপলক্ষে গত ২০ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
. . . . . . . . .