খালেদার সাথে বৈঠকের গুঞ্জন প্রশ্নে নীরব সৈয়দ আশরাফ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১০:১৯ পূর্বাহ্ণলন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক গুঞ্জনের সত্যতা সম্পর্কে প্রশ্নের জবাবে নিরবই থাকলেন লন্ডন সফররত আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি। এছাড়া আগামী বছরের শুরুতে মধ্যবর্তী নির্বাচন হতে পারে কিনা, এমন প্রশ্নের জবাবে আওয়ামীলীগ সাধারন সম্পাদক বলেছেন, এই বিষয়ে কোন আমি কোন মন্তব্য করতে চাই না। সোমবার সৈয়দ আশরাফের সন্মানে লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র ও স্পীকারের আমন্ত্রনে আয়োজিত সংবর্ধনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
সৈয়দ আশরাফ বলেন,গনতন্ত্রের প্রশ্নে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের তুলনা চলে না। সৈয়দ আশরাফ বলেন,এই টাওয়ার হ্যামলেটসে আমি দীর্ঘদিন মুলধারার রাজনীতির সাথে জড়িত ছিলাম। একসময় এই টাওয়ার হ্যামলেটসে বর্নবাদীদের কারনে দিনের বেলাতেও হাটা যেত না। সবকিছু টাইমিংগের ব্যাপার,সময়ের ব্যাপার।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার আব্দুল মুকিত চুন্নু এমবিইর সভাপতিত্বে ও কাউন্সিলের চীফ হুইপ খালিস উদ্দীন আহমেদের পরিচালনায় ক্যানারী ওয়ার্ফের মালবারি প্লেইসে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন জিম ফিজ পেট্রিক এমপি, কাউন্সিলের মেয়র জন বিগস,সৈয়দ আশরাফের সহধর্মীনি মিসেস আশরাফ, স্থানীয় কনজারভেটিভ পার্টির প্রধান কাউন্সিলার পিটার গোল্ড, ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম,যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি সুলতান শরীফ, সহ- সভাপতি জালাল উদ্দীন, বেতার বাংলার সিইও নাজিম চৌধুরী প্রমুখ।
. . . . . . . . .