সিলেটে নিরাপত্তায় দেড় হাজার পুলিশ মাঠে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৫, ৪:১৮ অপরাহ্ণসিলেটে নিরাপত্তায় দেড় হাজার পুলিশ মাঠেআসছে ঈদুল আযহা। বিভিন্ন কোরবানির পশুর হাট, রেল স্টেশন ও বাস স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলতে মাঠে কাজ শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের দেড় হাজার পুলিশ। একই সঙ্গে কোরবানির পশুর চামড়া পাচার প্রতিরোধেও এসএমপি পুলিশের একটি দল কাজ করবে। এছাড়া বিভিন্ন রাস্তাঘাটে যাতে কোনো পশুর হাট না বসে সে লক্ষ্যেও এসএমপি’র নজরধারী থাকবে। এসএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই সূত্র আরো জানায়, সিলেট মেট্রোপলিটনের ৬ থানা এলাকায় দেড় সহস্রাধিক পোশাকি, সাদা পোশাকে ও গোয়েন্দা পুলিশ মাঠে কাজ করছে। রেল স্টেশন ও বাস স্টেশনে যাতে কোনো যাত্রী হয়রানীর শিকার না হয় সে লক্ষ্য নিয়ে তৎপর থাকবে পুলিশ। এছাড়া অজ্ঞান পার্টির কবলেও যাতে কেউ না পড়েন সে বিষয়ে তৎপরতা চালাবে এসএমপি পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ জানান, ঈদুল আযহাকে সামনে রেখে এসএমপি’র দেড় সহস্রাধিক পুলিশ মাঠে কাজ শুরু করেছে। পোশাকি, সাদা পোশাকে ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন কোরবানি হাটে, রেল ও বাস স্টেশনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। এছাড়া অজ্ঞান পার্টির কবল থেকেও জনসাধারণকে নিরাপদে রাখতে ভূমিকা রাখবে পুলিশ। তিনি আরো জানান, বরাবরের মতো এবারো পুলিশের ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে।
. . . . . . . . .