স্ত্রীর সঙ্গে কলহের কারণে ২ সন্তানকে হত্যা করি : ঘাতক পিতার স্বীকারোক্তি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০১৬, ৮:০৪ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানী নগরে নিজের দুই শিশু সন্তানকে হত্যার দায় আদালতে স্বীকার করেছেন তাদের ঘাতক বাবা ছাতির আলী।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. নজরুল ইসলামের নিকট এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
ছাতির আলী জবানবন্দিতে জানান, স্ত্রীর সাথে কলহের জের ধরেই দুই সন্তানকে হত্যা করেছেন তিনি। প্রায়ই স্ত্রীর সাথে ঝগড়া হতো তার। ঘটনার আগের রাতেও স্ত্রীর সাথে ঝগড়া হয়েছিলো ছাতির আলীর। ওই রাতেই তিনি দুই সন্তানকে খুন করার পরিকল্পনা করেন।
তিনি জানান, পরিকল্পনা অনুযায়ী পরদিন শিশুদের মাছ ধরার কথা বলে নিজের সাথে নিয়ে যান। এরপর সেখানেই তাদের এক এক করে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেন।
জবানবন্দি শেষে ছাতির আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার চিন্তামণি এলাকার একটি ধানক্ষেতের পাশের ডোবা থেকে ছাতির আলীর ছেলে সুজেল আহমদ (১১) ও আব্দুল মুমিনের (৯) লাশ উদ্ধার করা হয়। তখন থেকেই শিশু দুটির বাবা পলাতক ছিলেন। এ ঘটনার জন্য স্বজনরা বাবা ছাতির আলীকে দায়ী করে আসছিলেন।
এরপর বুধবার (২৬ অক্টোবর) সকালে চিন্তামণি গ্রামের একটি জঙ্গল থেকে পুলিশ ছাতির আলীকে গ্রেপ্তার করে। . . . . . . . . .