বিপাকে ট্রাম্পের বিতর্কিত কমান্ডার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ণ
মিনিয়াপোলিসে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নার্স অ্যালেক্স প্রেটি নিহতের ঘটনার জেরে শহরটি ছাড়ছেন মার্কিন বর্ডার প্যাট্রলের বিতর্কিত কমান্ডার গ্রেগরি বোভিনো। মঙ্গলবার ট্রাম্প প্রশাসন অভিবাসন অভিযান কার্যক্রমে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
৫৫ বছর বয়সী বোভিনোকে তার বিশেষ পদ ‘কমান্ডার অ্যাট লার্জ’ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ক্যালিফোর্নিয়ার মেক্সিকো সীমান্তে তার আগের দায়িত্বে ফিরে যাবেন। মিনিয়াপোলিসে চলমান ‘অপারেশন মেট্রো সার্জ’-এর দায়িত্ব নিতে আসছেন ডোনাল্ড ট্রাম্পের ‘বর্ডার জার’ খ্যাত টম হোম্যান।
প্রেটি হত্যাকাণ্ডের পর তীব্র আন্দোলনের মুখে হোয়াইট হাউস তাদের কঠোর অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। উত্তেজনা কমাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মেয়র জ্যাকব ফ্রের সঙ্গে ফোনে কথা বলেছেন। ট্রাম্প প্রশাসন মিনিয়াপোলিস থেকে ফেডারেল এজেন্টদের সংখ্যা কমানোর ও পরিস্থিতির শান্ত করার আশ্বাস দিয়েছে।
বোভিনো ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত। আলেক্স প্রেটি হত্যার পর বোভিনো দাবি করেছিলেন, প্রেটি পুলিশকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু ভিডিও ফুটেজে দেখা যায়, নিহত নার্সের হাতে বন্দুক নয়, মোবাইল ফোন ছিল। এই ঘটনার পর ডেমোক্র্যাট ও মানবাধিকার কর্মীদের তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
গত এক বছর ধরে মিনেসোটার সোমালি জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে আসছে ট্রাম্প প্রশাসন। রাজ্যে প্রায় ৮৪ হাজার সোমালি বংশোদ্ভূত মানুষ বাস করেন, যাদের বেশির ভাগই মার্কিন নাগরিক বা বৈধ বাসিন্দা।




