দেশের নীতিনির্ধারণে অংশ নিতে যুবসমাজ প্রস্তুত : তারেক রহমান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য যুবসমাজ পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার মতে, দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে তরুণদের সুযোগ দিতে হবে।
বিএনপির চেয়ারম্যান তার ভেরিফাইড ফেসবুক পেইজে আজ এক পোস্টে এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর আর চিন্তাশীল তরুণদের সঙ্গে খুবই প্রাণবন্ত ও উদ্দীপনাময় একটি আড্ডায় বসেছিলাম।
তারেক রহমান বলেন, ‘এই তরুণদের কথাই প্রমাণ করে, দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ পুরোপুরি প্রস্তুত। দেশের ভবিষ্যৎ গড়তে হলে বাংলাদেশি তরুণদের সামনে আরো বেশি সুযোগ ও জায়গা তৈরি করতে হবে, যেখানে তারা নেতৃত্ব দেওয়ার পথ খুঁজে পাবে।’




