অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন পলাশ, এমন মন্তব্য স্মৃতি মান্ধানার বন্ধুর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
ভারতের জাতীয় দলের ক্রিকেটার স্মৃতি মান্ধানার গত নভেম্বর থেকে ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা হয়। পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ের দিন-তারিখ ঠিক হয়েও পূর্বমুহূর্তে ভেঙে যায়। তবে এ নিয়ে কোনো মুখ খোলেননি এ তারকা ক্রিকেটার। সেই সময় তিনি শুধু স্পষ্ট জানিয়েছিলেন, বিয়ে বাতিল হয়েছে। অন্যদিকে সামাজিক মাধ্যমে নিজের বিবৃতি দিয়েছিলেন হবু বর পলাশ মুচ্ছল। কিন্তু আলোচনা তাতে থেমে নেই। পলাশের বিরুদ্ধে সম্পর্কে প্রতারণার অভিযোগের পর আর্থিক প্রতারণার অভিযোগও সামনে এসেছে। এবার তাদের বিয়ের দিনের বিস্ফোরক ঘটনা প্রকাশ্যে আনলেন স্মৃতি মান্ধানার বন্ধু বৈভব মানে।
পলাশ নাকি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাকালীন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন— এমনই অভিযোগ গায়কের বিরুদ্ধে। এবার সেই জল্পনায় যেন সিলমোহর দিলেন স্মৃতির বন্ধু বৈভব। তিনি বলেন, পলাশ বিয়ের দিন অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েন। তারপর স্মৃতির ক্রিকেটার বন্ধুরা মিলে তাকে মারধর করে। আমি নিজের চোখে সবটা দেখেছি। আমি ভেবেছিলাম, ও বিয়ে করে সাংলিতে থাকবে। ওকে বিশ্বাস করেই ভুল করেছি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই বৈভবই পলাশের নামে ৪০ লাখ টাকার প্রতারণার অভিযোগ আনেন। অভিযোগ হচ্ছে— বৈভবের কাছ থেকে নাকি ৪০ লাখ টাকা নিয়ে ফেরত দেননি পলাশ। এই প্রযোজকের সঙ্গে জুটি বেঁধে ‘নজরিয়া’ নামে একটি ছবি করেন পলাশ। ছবির চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব ছিল পলাশের কাঁধে। প্রযোজককে পলাশ নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিনেমার কাজ শেষ হতেই সেটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এ ছবি মুক্তির ব্যাপারে উদ্যোগী হননি পলাশ— এমনটাই অভিযোগ প্রযোজকের।
তিনি নাকি পলাশকে ডিজিটাল পেমেন্ট সিস্টেমে কয়েক কিস্তিতে টাকা দিয়েছিলেন। কিন্তু অভিযোগ, কাজ হয়ে যাওয়ার পর টাকা ফেরত দেওয়া নিয়ে কোনো কথাই নাকি বলেননি পলাশ মুচ্ছল।




