বানিয়াচংয়ে টমটম ও লরির মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত, আহত ৫
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টমটম ও লরির মুখোমুখি সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে বানিয়াচং উপজেলা সদরের থানা সংলগ্ন বানিয়াচং–নবীগঞ্জ সড়কের কালিদাস টেকা এলাকার শুটকি ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি টমটম গাড়ি নবীগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত শ্রমিকের নাম আলাউদ্দিন মিয়া (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামের কদর আলী মিয়ার পুত্র। এ ঘটনায় টমটম চালকসহ আরও পাঁচজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



