বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আগ্রহী হচ্ছে না : গ্রামীণফোনের সিইও
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
বাংলাদেশের টেলিকম খাতে বিনিয়োগে বিদেশিরা আগ্রহী হচ্ছে না বলে জানিয়েছেন টেলিকম অপারেটর গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, করের বোঝা এবং দীর্ঘদিনের আর্থিক বিরোধকে।
গত ৬ জানুয়ারি কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইয়াসির আজমান এসব তথ্য জানান।
তার মতে, বিনিয়োগের এই নেতিবাচক মনোভাবের প্রভাব কেবল টেলিকম নয়, অন্যান্য খাতেও পড়ছে।
আর্থিক বিরোধ নিস্পত্তির জন্য আন্তর্জাতিক সালিসি আদালতে যাওয়াকে সমাধান হিসেবে দেখছেন ইয়াসির আজমান।
গ্রাহকদের অভিযোগ নিয়ে তিনি বলেন, আমাদের প্রতি মেগাবাইট ডেটার দাম গত বছরই ১১ শতাংশ কমানো হয়েছে। আমরা আমাদের দিক থেকে দাম কমাচ্ছি, তাদের দিক থেকে প্রবৃদ্ধি কমছে। কিন্তু আবার গ্রাহকের দিক থেকে তারা দেখছেন তাদের খরচ বাড়ছে। কারণ তারা আগের চেয়ে অনেক বেশি বেশি ডেটা ব্যবহার করছেন।





