এমরুল ইসলাম দিপু স্মৃতি সংঘ’র মেধাবৃত্তির ফলাফল ও পুরস্কার বিতরণ
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় মরহুম এমরুল ইসলাম দিপু স্মৃতি সংঘের উদ্যোগে ৪র্থ বারের মতো মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ডের দক্ষিণ সুলতানপুরস্থ হাজী ইর্শাদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মরহুম এমরুল ইসলাম দিপু স্মৃতি সংঘের প্রধান সমন্বয়ক মোস্তাফা মোস্তাক সাকিবের সভাপতিত্বে ও হাফিজ বদর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সুজেল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন জুবেদ আহমদ খান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী সারোয়ার খান মাজেদ, শামীম সিদ্দিকী, যুক্তরাষ্ট্র প্রবাসী তাজুল ইসলাম, রিজু মিয়া, মোঃ আব্দুস সামাদ এবং হাফিজ এনায়েত উল্ল্যাহ।
উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফাহিম আহমদ, লয়েছ আহমদ, সাহেদ আল মাহমুদ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী নিজামুল হক ও জুবের আহমদ, সুমেল আহমদ খান, অপু আহমদ, স্মৃতি সংঘের সদস্য মোজাহিদ আহমদ, জামিল আহমদ, রাজিব আহমদ, রুহেল আহমদ, ইয়াহিয়া আহমদ আবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন।
পরে দক্ষিণ সুলতানপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাইল আহমদ কাশেমীর পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও মরহুম এমরুল ইসলাম দিপু স্মৃতি সংঘ এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
সিলেটসংবাদ/হা



