সিলেটের বিয়ানীবাজার থেকে গ্রেপ্তার নাহিদ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০২৬, ৮:৪৬ অপরাহ্ণ
সিলেটের বিয়ানীবাজার থানার দুবাগ ইউনিয়নের মেওয়া থেকে নাহিদকে গ্রেপ্তার করেছে থানাপুলিশ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করে তারা জানায়, শুক্রবার সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত নাহিদ আহমদ আকাশ ওরফে নাইম (২৮) চারখাই ইউনিয়নের আদিনাবাদ গ্রামের বাসিন্দা বিল্লাল আহমদের ছেলে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, গ্রেপ্তারকৃত নাহিদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-১৩) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।




