এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সংবাদ সম্মেলনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী আন্দোলন ২৭০ আসনে প্রার্থী দেয়। এর মধ্যে দুজনের প্রার্থিতা বাতিল হয়েছে। বাকিদের এখন ভোটের মাঠে থাকতে বলা হয়েছে। দলটি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতায় নির্বাচনে যাচ্ছে না।
গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের যেহেতু ২৬৮টি আসনে প্রার্থী আছে, বাকি ৩২টা আসনে আমরা সমর্থন দেব। সেখানে কাকে সমর্থন দেব সেটা আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের পরে সিদ্ধান্ত নেব। আমাদের নীতি, আদর্শ ও লক্ষ্যের সঙ্গে যাদের মিল হবে তাদেরকে আমরা ইনশাআল্লাহ সমর্থন দেব।’
ইসলামি ভেোটের ‘এক বাক্স নীতি’র আলাপ তুলেছিল ইসলামী আন্দেোলন বাংলাদেশ। পরে জামায়াতে ইসলামীসহ মোট আট দল নিয়ে একটি জোট হয়। এ জোটের অন্যতম শরিক ছিল ইসলামী আন্দোলন। পরে এ জোটে এনসিপি, বিডিপি ও এবি পার্টিও যোগ দেয়। তবে এ জোটে জামায়াতের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন। গত বুধবার জোটের আসন সমঝোতার ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার কথা ছিল। ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা না হওয়ায় তা ঘোষণা দিতে পারেনি জোটটি। গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলনকে রেখেই ২৫৩ আসনে জোটের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়।




