শাবিতে ৭৫ হাজার শিক্ষার্থীর আবেদন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষায় অংশ নিতে অনলাইনে আবেদন করেছেন ৭৫ হাজার ২৩জন শিক্ষার্থী।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করে জানান, ভর্তি পরীক্ষার আবেদন বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। এ ও বি এবং এ২ (সাব-ইউনিট, আর্কিটকেচার) ইউনিটে মোট ৭৫ হাজার ২৩জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি কমিটির তথ্য মতে, এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি ও বি ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার সিলেট ও রাজধানী ঢাকার নির্ধারিত কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৮০ এর মধ্যে), ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ-এর যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
নির্দেশিকা অনুযায়ী, এ বছর ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।




