কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আলহাজ্ব আব্দুর রকিবকে সংবর্ধনা
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০২৫, ৫:০৬ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা, কোম্পানীগঞ্জ অ্যাসোসিয়েশন অব মিশিগানের সাধারণ সম্পাদক ও কোম্পানীগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব আব্দুর রকিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ১৮ ডিসেম্বর, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর রিসোর্টে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা আব্দুর রকিব।
এসময় আরও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সাবেক সভাপতি সাহাব উদ্দিন, সহসভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আলী আকবর, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুর্শেদ আলম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শাব্বির আহমদ, সিনিয়র সহ-সভাপতি আবিদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদওয়ান মনা, অর্থ সম্পাদক আলী হোসেন, অফিস সম্পাদক ফখর উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হামিদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ফারুক আহমদ, কার্যনির্বাহী সদস্য সুহেল রানা ও শাহিন আলম, আল মদিনা মডেল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মোহাম্মদ ঈসা তালুকদার, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, সাংবাদিক শফিক আহমদ কালাম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবেদীন জনি, ইসলামপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলম, উত্তর রণিখাই ইউনিয়নের সভাপতি আলী আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে আলহাজ্ব আব্দুর রকিবের অবদান প্রশংসনীয়। তিনি ভবিষ্যতেও কোম্পানীগঞ্জ তথা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সংবর্ধনা জবাবে আলহাজ্ব আব্দুর রকিব কোম্পানীগঞ্জ প্রেসক্লাবসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সিলেটসংবাদ/হা




