বিএনপি প্রার্থী আনিসুল নিজের পোস্টার নামিয়ে আচরণবিধি মানার আহবান
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৫, ৪:১৪ অপরাহ্ণ
সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-মধ্যনগর-ধর্মপাশা) আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কৃষক দলের সহ যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব আনিসুল হক।
তিনি নির্বাচনী কমিশন ঘোষিত নির্দেশনার প্রতি সম্মান জানাতে ও সকল আচরণবিধি মেনে চলার জন্য সবাইকে আহবান জানিয়ে নিজের হাতে নিজের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড নামিয়েছেন।
শুক্রবার বিকেলে তিনি নির্বাচনী এলাকার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালনা করেন। এছাড়াও নির্বাচনী সকল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এবং বাজারে সকল নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করার নির্দেশনা দেন আর সে লক্ষ্যে নেতাকর্মী সমর্থকরা ও অপসারণ করছে। এছাড়াও শনিবার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হয়।
বাদাঘাটে অপসারণ করার সময় বিএনপি নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এর পর তিনি বাদাঘাট বাজারে ধানের শীষের নির্বাচনী পথ সভা ও মিছিল এবং অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথি বক্তব্য রাখেন।
আনিসুল হক বলেন, আইন সবার জন্য সমান। নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান রেখে আমি একজন প্রার্থী হিসেবে আমার সব প্রচার পোস্টার, ব্যানার, ফেস্টুন, লাইটিংসহ প্রচার সামগ্রী অপসারণের কাজ শুরু করেছি। সকল ভোটার ও বিএনপি নেতাকর্মী সমর্থকদের কাছেও আমার চাওয়া সবাই নির্বাচন কমিশন ঘোষিত সকল নির্দেশনা ও আইন মেনে চলুন, একজন সচেতন নাগরিক হিসাবে রাষ্ট্রের আইন মানা বাধ্যতামূলক। সুনামগঞ্জ-১ আসনে সকল এলাকায় প্রচারের জন্য লাগানো প্রচার সামগ্রী খুলে ফেলতে অনুরোধ করেন সবার প্রতি।





