বিশ্বম্ভরপুরে ইউএনও বরণ ও বিদায়
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান যোগদান করেছেন। এসময় তাকে বরন করেন বিদায়ী ইউএনও মেরিনা দেবনাথ।
রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও মেরিনা দেবনাথ নবাগত ইউএনও আবদুল মতিন খানের নিকট উপজেলা প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করেন।
জানা যায়,বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশেবরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খান কে বিশ্বম্ভরপুরের নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয় অপর দিকে বিদায়ী ইউএনও মেরিনা দেবনাথ কে সুনামগঞ্জ জেলা পরিষদে বদলি করা হয়।




