মাধবপুরে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর সিপিসি-৩ এর একটি টিমের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ ধনেশ্বর জরা (২৩) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি চুনারুঘাট উপজেলার আমু চা-বাগান এলাকার কার্তিক জরার ছেলে।
শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে ৫টি পাটের বস্তা থেকে স্কচটেপ মোড়ানো অবস্থায় মোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অপর ব্যক্তি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে ধনেশ্বর জানায়, তিনি ও তার সহযোগীরা সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




