ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯০
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
ভিয়েতনামে টানা বৃষ্টি ও ভূমিধসের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০-এ পৌঁছেছে, আর নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১২ জন। রবিবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। একের পর এক বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৬ নভেম্বর থেকে এখন পর্যন্ত যে ৯০ জন মানুষের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৬০ জনের বেশি কেন্দ্রীয় ডাক লাখ প্রদেশের পাহাড়ি এলাকায়।




