কানাইঘাটে ভারতীয় ৪০৭৪ পিস ক্রিম সহ প্রাইভেটকার আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
কানাইঘাটে ট্রাফিক সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ২৩ কার্টুন (৪০৭৪ পিস) ভারতীয় ক্লপ-জি ক্রিম (ঔষধ) সহ প্রাইভেট কার (প্রোবক্স) আটক করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কানাইঘাট থানার ট্রাফিক পুলিশের এটিএসআই ইউসুফ আহমদের নেতৃত্বে থানা পয়েন্টের পশ্চিম পার্শ্বে একটি সন্দেহভাজন প্রাইভেট কার (প্রোবক্স) গাড়ী থামানোর জন্য সিগন্যাল দেন। এ সময় চালক ট্রাফিক সিগন্যাল অমান্য করে গাড়ী না থামিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ পিছু ধাওয়া করে পৌরসভার রামপুর এলাকায় কানাইঘাট-শাহবাগ রাস্তার নির্মাণাধীন কার্লভাটের পাশ্বের গাড়ীটিকে আটক করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ী তল্লাশী করে ভারতীয় ২৩ কার্টুন ক্লপ-জি ক্রিম (ঔষধ) ও প্রোবক্স গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, ট্রাফিক পুলিশ প্রোবক্স গাড়ী ও ২৩ কার্টুন ভারতীয় ক্লপ-জি ক্রিম আটক করেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।





