পিকআপের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
বালাগঞ্জে পিকআপের ধাক্কায় প্রদীপ দাস (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। তিনি ২ ছেলে ১কন্যা সন্তানের জনক। তার বাড়ি বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বড়চর ইলাসপুর গ্রামে। তিনি স্থানীয় ইলাসপুর বাজারের ব্যবসায়ী।
বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে মৃতের শেষকৃত্য শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় সম্পন্ন হয়েছে।
জানা গেছে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় নূরপুর-ইসলামপুর সড়কে প্রদীপ দাসকে পিছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাজপুরস্থ একটি হাসপাতাল এবং পরে সিলেট নর্থইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোটভাই বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব অমল দাস আপন জানিয়েছেন, তার বড়ভাই প্রদীপ দাস সকালে স্থানীয় ক্ষেতের ধান দেখতে গিয়েছিলেন। এ সময় একটি পিকআপ পিছনে চলতে গিয়ে তার ভাইকে পিছন থেকে ধাক্কা দেয় এবং এ ঘটনার পরিপ্রেক্ষিতে তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, তাদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে প্রদীপ দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহমদ এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করেছেন।




