এমসি কলেজে তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ণ
সিলেট বিভাগের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে অধ্যয়নরত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিক্ষার্থীদের সংগঠন তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে সংগঠনের ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ১ বছরের জন্য ঘোষণা করা হয়। এই সংঘটনটি ২০০৭ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সাথে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংগঠনের আহবায়ক জাকারিয়া আহমদ জাকির ও সদস্য সচিব পারভেজ আহমেদ এবং সদস্য আবু সাঈদ, সেলিম হক, নুর উদ্দিন, পিন্টু পাল তালুকদার, দ্বীন ইসলাম স্বাক্ষরিত দলীয় প্যাডে অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে সেলিম মাহমুদকে সভাপতি, মো. অলিদ হাসানকে সাধারণ সম্পাদক এবং মাহফুজুর রহমানকে সাংগঠনিক সম্পাদক পদ দেয়া হয়েছে।
এছাড়াও সহসভাপতি মাজিদুল হক বায়োজিদ, জামিল আহমেদ, রুবেল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাইম হোসেন আখঞ্জী, আলিম উদ্দিন সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন, দিনার হোসেন সাজিদ, ফারহান আহমেদ, বাবুল, অর্থ সম্পাদক: আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক: নাইমুর রহমান সজিব, প্রচার সম্পাদক সজীব দাস শিক্ষা সম্পাদ কাউসার আহমেদ হৃত্তিক, ছাত্রী বিষয়ক সম্পাদক ইসরাত জাহান প্রীতি
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান জানান তাহিরপুর ছাত্রকল্যাণ পরিষদ এম.সি. কলেজ, সিলেট এর ২০২৫-২৬ সালের জন্য আহবায়ক কমিটি কর্তৃক আগামী ১ বছরের জন্য ১৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহবান করা হলো।নতুন ঘোষিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আহ্বান জানানো হয়েছে।




