বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ৮:০১ অপরাহ্ণ
মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী চাকরিসংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর ফেডারেল রিজার্ভ আগামী মাসে সুদের হার কমাবে—এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে।
শুক্রবার দুপুর ১২টা ১৩ মিনিট (জিএমটি) পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪,০৩৯.৭৯ ডলারে। সাপ্তাহিক হিসাবে স্বর্ণের দাম ০.৯ শতাংশ কমেছে। ডিসেম্বর ডেলিভারিভিত্তিক মার্কিন ফিউচার স্বর্ণের দামও ০.৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,০৩৭.১০ ডলার।
উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিটেশ শাহ বলেন, সুদের হার কমানোর সম্ভাবনা এখন দুর্বল হয়ে পড়েছে, কারণ বৃহস্পতিবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের তথ্য বেশ ভালো ছিল। মূলত এ কারণেই স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন চাকরি প্রতিবেদন অনুযায়ী, নন-ফার্ম পেরোল ১১৯,০০০ বেড়েছে, যেখানে আগের পূর্বাভাস ছিল মাত্র ৫০,০০০। তবে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সভার আগে আর কোনো চাকরি প্রতিবেদন প্রকাশিত হবে না। এ অবস্থায় ট্রেডাররা এখন মাত্র ৪১ শতাংশ সম্ভাবনা দেখছেন যে, ফেড সুদের হার কমাতে পারে। নিম্ন সুদহার পরিবেশে স্বর্ণ সাধারণত ভালো পারফরম করে।
অন্যদিকে, ক্লিভল্যান্ড ফেডের প্রেসিডেন্ট বেথ হ্যাম্যাক, যিনি সাম্প্রতিক সুদহার কমানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন, তিনি বৃহস্পতিবার সতর্ক করে বলেন যে, মুদ্রাস্ফীতির কারণে আরও সুদ কমানো ঝুঁকিপূর্ণ হতে পারে।
এদিকে এ সপ্তাহে এশিয়ার প্রধান প্রধান বাজারগুলোতে স্বর্ণের শারীরিক চাহিদা দুর্বল ছিল। সুদের হার ওঠানামা ও বাজারের অস্থিরতা সম্ভাব্য ক্রেতাদের স্বর্ণ কেনা থেকে বিরত রেখেছে।
সূত্র: রয়টার্স




