ধর্মের নামে যারা ব্যবসা করে তারাই চায় নারীরা ঘরে থাকুক : সালাহউদ্দিন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৪:২৮ অপরাহ্ণ
যারা ধর্মের নামে ব্যবসা করে তারাই নারীদের ঘরে রাখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, যারা ধর্মের নামে ব্যবসা করে জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, তারা চায় নারীরা ঘরের ভেতর থাকুক। তাই তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দিতে চায়, যার ফলে তারা ঘরের ভেতর থাকবে এবং প্রতিষ্ঠানের মালিকেরা নারীদের চাকরি দেবে না।
আজ শুক্রবার সকালে রাজধানীতে ‘নারীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মানের প্রতিরোধে’ নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মৌন মিছিলে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আজকের এই মৌন মিছিলটি একটি প্রতিবাদ সভা। এখানে প্রতিনিধিত্ব করছেন ৭১-এর বীরাঙ্গনাদের উত্তরসূরিরা।




