আ.লীগের লকডাউন, যেমন আছে সিলেট
সিকডে
প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ৩:৫৭ অপরাহ্ণ
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির তেমন কোন প্রভাব সিলেটে পড়েনি। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিলো জীবনযাত্রা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে সিলেট থেকে অভ্যন্তরীণ রুট ও দূর পাল্লার বাসসহ বিভিন্ন ধরণের যানবাহন ভোর থেকে চলাচল করতে দেখা গেছে।
এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের চেকপোস্টের পাশাপাশি নগরজুড়ে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। একই সাথে আদালত, সরকারি অফিসসহ বিমানবন্দর এলাকায় নিরাপত্তা চৌকি বসানো হয়। কাল থেকে সিলেটের সড়কগুলোতে যানবাহন চলাচলের পাশাপাশি মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। একই সাথে সিলেট নগরীর শপিংমহলসহ বিপনী বিতানও যথাসময়ে খুলেন ব্যবসায়ীরা।
জানা যায়, সিলেট থেকে অভ্যন্তরীণ রুটের যানবাহনগুলোতে যাত্রীদের উপস্থিতি থাকলেও দূর পাল্লার বাসগুলোতে যাত্রী সংখ্যা অন্যদিনের চেয়ে কম ছিলো। একই সাথে ঢাকা থেকে খুব কম যাত্রীবাহি বাস সিলেটে প্রবেশ করে। এছাড়া সিলেট রেলওয়ে স্টেশন থেকে সময়মতো ট্রেন চলাচল করতে দেখা যায়। অফিস-আদালত ও স্কুল কলেজের কার্যক্রম ছিলো অন্যদিনের মতো স্বাভাবিক।
নামপ্রকাশ না করার শর্তে একজন বাস মালিক বলেন, “বাস চলাচল বন্ধের কোনও সংগঠিত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আতঙ্কের কারণে অনেক মালিক হয়তো নিজেরাই বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।”
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। তিনি জানান, অভ্যন্তরীণ রুটে অন্যান্য দিনের মতো যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক। একই সাথে যাত্রীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। সিলেট থেকে দূর পাল্লার বাস ছেড়ে গেলেও যাত্রী সংখ্যা ছিলো অন্য দিনের চেয়ে খুব কম। এছাড়া ঢাকা থেকে সিলেটে আগত বাসের সংখ্যাও ছিলো খুবই কম। তবে সিলেটে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, লকডাউনের মধ্যে সিলেটে ট্রেন চলাচল ছিলো স্বাভাবিক। যাত্রীদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ছিলো।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম জানান, সিলেটে নাশকতার কোন আশঙ্কা নেই। তবুও কেউ যাকে কোন ধরণের বিশৃঙ্খলা ঘটনা না পারে সেজন্য সর্তকবস্থায় রয়েছে পুলিশ। এছাড়া আ.লীগের ঢাকা লকডাউনে কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
সিলেট/আবির




