সিলেটে বিএনপির ৪৩ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ণ
২০২৩ সালে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে অংশ নেওয়ার কারণে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ৪৩ নেতাকর্মীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে দলের নির্দেশনা অমান্য করে অনেকে প্রার্থী হন। নির্বাচনে অংশ নেওয়া পদধারী নেতাদের বহিষ্কার করা হয়। এর মধ্যে যারা দলের হাইকমান্ডের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন করেছিলেন, তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
এ আদেশ প্রত্যাহার হওয়া নেতাকর্মীরা হলেন– ১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সৈয়দ তৌফিকুল হাদী, একই ওয়ার্ডের বিএনপি নেতা মুফতি কমর উদ্দীন কামু, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুজিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন সুমন এবং বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতা মিজানুর রহমান মিঠু, মো. কামাল মিয়া, খালেদ আকবর চৌধুরী, আমিনুর রহমান খোকন, শাহেদ সিরাজ, সাঈদুর রহমান জুবের, আব্দুর রহিম মতছির, সালমান চৌধুরী শাম্মী, বদরুল আজাদ রানা, মামুনুর রহমান মামুন, হুমায়ুন কবির সুহিন, রুকশানা বেগম শাহনাজ, সেলিম আহমদ রনি, আলী আব্বাস, গোলাম মোস্তফা কামাল, সাহেদ খান স্বপন, জাবেদ আমিন সেলিম, রাজু মিয়া, সানর মিয়া, আব্দুল মুকিত, হেদায়েত হোসেন তানভীর, দুলাল আহমদ, গউছ উদ্দিন পাখী, দেলওয়ার হোসেন নাদিম, দিলওয়ার হোসেন জয়, উসমান হারুন পনির, আব্দুল হাছিব, সুমন আহমদ সিকদার, সালেহা কবির শেলী, রুহেনা বেগম মুক্তা, জহুরা জেসমিন, কামরুন নাহার পিন্নি ও নেহার রঞ্জন পুরকায়স্থ।
শাস্তিমূলক ব্যবস্থা তুলে নেওয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
তিনি বলেন, তাঁর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শীর্ষ নেতাদের ওপর কৃতজ্ঞ। শিগগিরই দলের পক্ষে আগের মতো মাঠে নামবেন তিনি।





