‘শিরদাঁড়া শক্ত করে বেঁচে থাকা, সাহস, শক্তি সবকিছুই ছিলেন আমার মা’
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৭:২৩ অপরাহ্ণ
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন। গত ২৩ অক্টোবর মারা গেছেন তার মা ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য বেগম তহুরা আলী। মৃত্যুর এক সপ্তাহ পর প্রিয় মাকে নিয়ে স্মৃতিচারণ করলেন মেহের আফরোজ শাওন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মায়ের সঙ্গে তোলা একটি ছবি শাওন তার ফেসবুকে পোস্ট করেছেন। এ ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “অক্টোবর ২৩ তারিখ সকাল ৬টা ১১ মিনিটে আম্মু চলে গেছেন। আজ সাত দিন হয়ে গেল। এখনো ঘুম ভাঙলে মনে হয়, হাসপাতালে গেলেই তো আম্মুকে দেখব!”
বিনোদন/আবির




