জৈন্তাপুরে ১৬ লক্ষ টাকার ভা*রতীয় গরু-মহিষ জ*ব্দ
সিকডে
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৬:৪৭ অপরাহ্ণ
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ১৬ লক্ষ টাকার ভারতীয় গরু ও মহিষ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার (২৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন জৈন্তাপুর ও গোয়াবাড়ি বিওপি’র পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে টহল দল মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪টি মহিষ ও ২টি গরু আটক করে। এগুলোর সিজারমূল্য ধরা হয়েছে ১১ লক্ষ ৭০ হাজার টাকা।
পরদিন বুধবার (২৯ অক্টোবর) জৈন্তাপুর বিওপি’র আরেকটি টহলদল একই উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আরও ২টি মহিষ জব্দ করে, যার সিজারমূল্য ৪ লক্ষ টাকা।
দুই অভিযানে মোট ৮টি ভারতীয় গবাদিপশু জব্দ করা হয়েছে, যার সর্বমোট সিজারমূল্য ১৫ লক্ষ ৭০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তে সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উপরোক্ত অভিযানও তারই ধারাবাহিক অংশ।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেট সংবাদ/আবির





