চেয়েছি শাপলা, দিয়েছে কলি এটা এনসিপির সঙ্গে প্রতারণা : সামান্তা শারমিন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৬:২৪ অপরাহ্ণ
নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ সিদ্ধান্তকে ‘প্রতারণামূলক’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন ‘শাপলার কলি’ প্রতীক দিয়ে এনসিপির সঙ্গে প্রতারণা করেছে। এ সিদ্ধান্তকে প্রতারণামূলক উল্লেখ করে সামান্তা শারমিন বলেন, ‘এই প্রতারণামূলক সিদ্ধান্ত থেকে নির্বাচন কমিশনকে সরে আসতে হবে।’
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শাপলা চেয়েছি, দিয়েছে কলি।





