খোলা বাজারে ডলার ১২৫ টাকায়, ব্যাংকেও বাড়ছে দাম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
ব্যাংকে ডলারের দাম বাড়ার পাশাপাশি খোলা বাজারেও (কার্ব মার্কেট) মুদ্রাটির দাম বেড়ে গেছে। তিন কার্যদিবসে ব্যাংকগুলোতে প্রতি ডলারের গড় দাম প্রায় ৬০ পয়সা বৃদ্ধি পেয়ে ১২২ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। অন্যদিকে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকায়, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।
ফলে টাকার মান আরও কমছে, অন্যদিকে শক্তিশালী হচ্ছে ডলার। গত সপ্তাহে (২২ অক্টোবর) ব্যাংকে প্রতি ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ১০ পয়সা। এখন অনেক ব্যাংকে বিক্রয়মূল্য ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত উঠেছে।
গত বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ৫০ পয়সা ও সর্বনিম্ন ১২২ টাকা ১০ পয়সা। আর গড় দাম ছিল ১২২ টাকা ৪০ পয়সা। আগের দিন বুধবার সর্বোচ্চ দাম ছিল ১২২ টাকা ২৫ পয়সা ও সর্বনিম্ন ১২২ টাকা। গড় দাম ছিল ১২২ টাকা ৬ পয়সা। এক সপ্তাহ আগে ১৬ অক্টোবর ডলারের সর্বোচ্চ দাম ছিল ১২১ টাকা ৮৬ পয়সা ও সর্বনিম্ন ১২১ টাকা ৮০ পয়সা। গড় দাম ছিল ১২১ টাকা ৮৪ পয়সা। সাম্প্রতিক সময়ে আমদানি বাড়ার কারণে ডলারের চাহিদা বেড়েছে। যে কারণে এর দাম বাড়ছে।
ব্যাংকাররা জানান, রমজান মাস সামনে রেখে প্রয়োজনীয় খাদ্য ও ভোগ্যপণ্যের এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ বেড়েছে। ফলে ডলারের চাহিদা হঠাৎ বেড়ে গিয়ে দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আমদানির জন্য এলসি খোলা হয়েছে ৬.৩০ বিলিয়ন ডলারের, যা আগস্টের তুলনায় ১৭.২৯ শতাংশ বেশি। এতে বাজারে ডলার সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে।
অর্থনীতিবিদরা বলছেন, আগস্ট ও সেপ্টেম্বরে রপ্তানি আয় প্রত্যাশার তুলনায় কম এসেছে, ফলে ডলার সরবরাহ হ্রাস পেয়েছে। যদিও রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে, তা বাজার স্থিতিশীল রাখতে পুরোপুরি যথেষ্ট নয়।
পল্টনের এক ডলার ব্যবসায়ী বলেন, হঠাৎ করেই ডলারের চাহিদা বেড়ে গেছে। সে কারণেই দাম বেড়েছে।
মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের দর খোলা বাজারে তেমন একটা বাড়েনি। ব্যাংকে বেড়েছে বলে শুনেছি।’
সোমবার খোলা বাজারে ডলার ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৯০ পয়সা এবং বিক্রয়মূল্য ছিল ১২৫ টাকা। গত সপ্তাহে প্রাইস বোর্ডে ডলারের ক্রয় রেট ১২৩ টাকা ৮০ পয়সা এবং বিক্রয় দর ছিল ১২৪ টাকা ৮০ পয়সা। এক সপ্তাহ আগে এই দর ছিল ১২৪ টাকা।
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক সোমবার ১২৩ টাকা দরে নগদ ডলার বিক্রি করেছে, কিনেছে ১২২ টাকায়। বেসরকারি ইস্টার্ন ব্যাংক ১২৩ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করেছে, কিনেছে ১২২ টাকা ৫০ পয়সা দরে। সিটি ব্যাংক ১২৩ টাকা ৭৫ পয়সা দরে ডলার বিক্রি করেছে, কিনেছে ১২২ টাকা ৭৫ পয়সা দরে।




