সিলেটে ই*য়াবাসহ গ্রে*প্তার ১
সিকডে
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম মো. আলমগীর (৩৫)। তিনি বালাগঞ্জ উপজেলার রুপিয়া শিরিয়া গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর বড়বাজার, আম্বরখানা এলাকায় বসবাস করেন।
জানা গেছে, মহানগর গোয়েন্দা পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘরের সুইপার কলোনী গেটের অভিযান পরিচালনা করে। এ সময় ৪৩৮ পিস ইয়াবাসহ মো. আলমগীরকে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবার মূল্য ১ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, এ ঘটনায়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় মামলা রুজু হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সিলেট সংবাদ/আবির





