সিলেটে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাত : পুলিশের জালে হারিছ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিলেটে গ্রেফতার হয়েছেন হারিসুল ইসলাম হারিছ (৬০)। তার বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কোর্ট থেকে প্রাপ্ত ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, গাড়ি করে সিলেট শহরে যাওয়ার সময় টুকেরবাজার থেকে তাকে হেফাজতে নেয় পুলিশ।
গ্রেফতার হারিছের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নতুন মেঘেরগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত কাঞ্চন মিয়া।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, বিদেশে পাঠানোর নাম করে টাকা আত্মসাতের অভিযোগে হারিছের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। “গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন ব্যক্তি ফোন করে জানাচ্ছেন, তার কাছ থেকে তারা প্রতারিত হয়েছেন,” বলেন ওসি।
তিনি আরও জানান, “একজন ভুক্তভোগী জানিয়েছেন, হারিছ তার কাছে ৫ লাখ টাকা আত্মসাত করেছে।”
পুলিশ বলছে, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





