শাহজালাল (র.) মাজার জিয়ারত করে নির্বাচনী যাত্রা শুরু আরিফুল হকের
 
 সিকডে
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৫, ৬:১২ অপরাহ্ণ

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-১ আসনের প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে যোহরের নামাজের পর হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেন তিনি। এসময় তার সাথে দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত হন।
জিয়ারত শেষে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আজকে আমি সিলেট-১ আসনে একজন প্রার্থী হিসেবে সাধারণ জনগণদের নিয়ে প্রত্যাশা করছি আমার দল সামনে যে নমিনেশন বোর্ড হবে সেই বোর্ডে যেন আমার প্রতি বিচার করা হয় এবং আমার আপামর সাধারণ জনগণ আমাদের মুরব্বিয়ান একরাম প্রত্যেকটা পাড়া মহল্লায় শুধু একদিনের অনুরোধে আমি বলেছিলাম আপনারা আসেন হযরত শাহজালাল (র.) দরবার থেকে আজকে শুধু আমরা রাষ্ট্র কাঠামো ৩১ দফা প্রচারে মাধ্যমে আমি আমার আনুষ্ঠানিকভাবে একজন প্রার্থী হিসেবে আজকে সাধারণ জনগণের কাছে দাবি তুলছি এবং আমার দলের কাছে নমিনেশন পাওয়ার জন্য আবদেন করছি।
পরে সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী দরগাহ এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানীদের সাথে কোশল বিনিময় করেন এবং ধানের শীষের জন্য ভোট চান।
সিলেট সংবাদ/আবির






