সিলেটে এখনো জব্দ হচ্ছে সাদাপাথর!
 
 অনলাইন ডেস্ক:
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
সিলেটে সাদাপাথর লুটের আরও দুই ট্রাক সাদাপাথর জব্দ ও দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে (রবিবার দিবাগত) পাথরগুলো জব্দ ও দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কোম্পানীগঞ্জ থানাপুলিশ।
পুলিশ হেফাজতে নেওয়ারা হলেন, বগুড়া জেলার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের কুকা মিয়ার ছেলে আরিফুল (৩৫)।
কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ জানান, তাদের দুজনকে সোমবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিজ্ঞাসাবাদ করেছেন। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।
তিনি আরও জানান, বড় দুটি ট্রাক ভর্তি ভাঙা সাদাপাথর নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পুলিশ চেকপোস্ট চলাকালে ওই দুটি ট্রাক তল্লাশীর পর পুলিশ আটক করে। পাথর এখনো উপজেলা ভূমি কর্মকর্তার হেফাজতে রয়েছে ।
সিলেট সংবাদ/আবির






