আন্তর্জাতিক জালালাবাদ উৎসবের-প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মোঃ ইবাদুর রহমান জাকির স্পেন থেকে
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ সফল করার অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫-কে সফল করার লক্ষ্যে স্পেনের বার্সেলোনায় (২৮ সেপ্টেম্বর) রবিবার দুপুরে এক অনাড়ম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় অভিজাত রেস্টুরেন্টে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেনের সভাপতি আমিন আলী রফিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির রহমানের পরিচালনায় এই সভা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহিবুর রহমান মুহিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অলি উদ্দিন শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক।
বক্তারা বলেন, প্রবাসের মাটিতে ঐতিহ্যবাহী জালালাবাদ উৎসবকে ঘিরে প্রবাসীদের মধ্যে একতার সেতুবন্ধন তৈরি হবে। পাশাপাশি সংস্কৃতি, ঐতিহ্য ও প্রবাসী কমিউনিটির পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করবে এই উৎসব। সভায় উপস্থিত সবাই উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আগামী ১৯ শে অক্টোবর আন্তর্জাতিক জালালাবাদ উৎসব সফল করার লক্ষ্যে বার্সেলোনা-স্পেন এ বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় ও প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও বার্সেলোনার ১২টি স্থানীয় সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদক ও স্পেন বাংলা প্রেস ক্লাব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।
অংশগ্রহণ করা প্রতিনিধিরা বলেছেন সিলেটের প্রবাসীদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বন্ধন দৃঢ় করার সংগঠন “৩য় গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫” উৎসব বার্সেলোনায় উৎযাপন করার লক্ষ্যে সর্বাত্বক সহযোগিতা করবো এই উৎসব আমাদের উৎসব।
পরে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন স্পেনের সভাপতি আমিন আলী রফিকে সভাপতি ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সভাপতি আফাত জনিকে সদস্য সচিব করে ১১ সদস্যের উৎসব বাস্তবায়ন কমিটি করা হয়।
প্রসঙ্গত অনুষ্ঠানের শেষে দুপুরের লাঞ্চকরে সভার সমাপ্তি হয়।
প্রবাস/হা





